এস আজাদ,উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার ইনানী সী বীচে সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগামী একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বতি খাদে পড়ে ঘটনাস্থলে এক আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মোটর সাইকেল আরোহী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কাউয়ারখোলা গ্রামের বাঁচা মিয়ার ছেলে কসমেটিক্স ব্যবসায়ী আজিজুল হক নয়ন(২৮)। ১৬ সেপ্টেম্বর বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এ ঘটনার সত্যতা শিকার করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ জুনাইদ জানান, ঈদের আনন্দ উপভোগ করতে শুক্রবার বিকেলে ইনানী বীচে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি পাশর্^বতি খাদে পড়ে যায়। এসময় তাঁকে উদ্ধার করে ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।