উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/১০/২০২৩ ৬:৪৫ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এলো সামুদ্রিক বিষধর সাপ ‘ব্যান্ডেড সি ক্রেইট’। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাপটি ইনানী সমুদ্র সৈকতে ভেসে আসে। এরপর এটি দেখতে ভিড় করেন পর্যটকসহ শত শত মানুষ। এ সময় পর্যটকরা সাপটির ছবি তোলেন ও ভিডিও করেন।

সমুদ্র বিজ্ঞানী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এটি ব্যান্ডেড সি ক্রেইট (banded sea krait) প্রজাতির সাপ। এই সামুদ্রিক সাপটি বিশ্বের বিষধর সাপের মধ্য অন্যতম। ব্যান্ডেড সি ক্রেইট পূর্ব ভারতীয় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে। দেহে কালো রংয়ের উলম্ব ব্যান্ড থাকার কারণে এ সাপটিকে ব্যান্ডেড সি ক্রেইট নামে অবহিত করা হয়। এই সাপ বিষধর হলেও এতটাই শান্ত যে মানুষকে খুব কমই কামড়ায়। এমনকি যখন সাপটি হুমকি বোধ করে তখনো আক্রমণ করতে দেখা যায় না। ফলে এ সাপটির আক্রমণে মানুষের মৃত্যুর রেকর্ড খুবই কম ।

ইনানী সমুদ্র সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ঢেউয়ের সঙ্গে একটি সাপ ভেসে আসে। এটি যে একটি বিষধর সাপ সেটি কেউ খেয়াল করেনি। দেখতে সুন্দর হাওয়ায় পর্যটকরা ছবি তোলেন। পরে বিষয়টি আমরা জানতে পারলে সাপটি সেখান থেকে সমুদ্রে ছেড়ে দেই।

পাঠকের মতামত

বর্ষায় পাহাড়ি ঢলে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন বন্ধ হওয়ার শঙ্কা

পর্যটন জেলা কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেললাইন চালু হওয়ার আগেই একবার পাহাড়ি ঢলে বেঁকে গিয়েছিল। কিন্তু ...

ইউনিয়ন হাসপাতালের একটি লোভি চক্রের ষড়যন্ত্রের শিকার কক্সবাজারে হাসপাতাল তৈরীর কারিগর নুরুল হুদা

পর্যটন রাজধানী কক্সবাজারে যাদের মহৎ চিন্তার বাস্তবায়নে সমাজের উন্নয়ন হচ্ছে, মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসছে, যাদের ...