প্রকাশিত: ২১/০৭/২০১৬ ৪:০৫ পিএম
কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক, ঢাকা: ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ইসলামী ফাউন্ডেশনের শেখানো খুতবা আরো দশবার মসজিদে পড়ানো হলে সরকারও থাকবে না, দেশও থাকবে না।

তিনি বলেন, ‘মসজিদে ইসলামী ফাউন্ডেশনের ফতোয়া আর চলবে না। ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান কত বড় পণ্ডিত হয়েছেন- যে তার কথা অনুযায়ী মসজিদে খুতবা পড়তে হবে? ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। যারা বলে তাদের ইসলাম ও কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তৃণমূলে গণতন্ত্রের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

দেশে প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠেনি দাবি করে তিনি বলেন, ‘প্রকৃত জাতীয় ঐক্য না হলে ক্ষমতাসীনরাও মারা পড়বেন, দেশও শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের আকাশ-বাতাস, তরুলতা সবাই জাতীয় ঐক্য চাচ্ছে। দেশের এমন ক্রান্তিকালে জাতীয় ঐক্য না হয়ে জাতীয় বিভক্তি হয়েছে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারকে আমি সমর্থন করি। কিন্তু তার আগে বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে এই মুহুর্তে মন্ত্রী সভা থেকে বেড় করে কারাগারে পাঠিয়ে দিন। আজ মতিয়া চৌধুরী বড় বড় কথা বলে। আমরা কি তার অতীত ইতিহাস জানি না, তারও বিচার দাবি করছি।’

বনানী থানার নিহত ওসি সালাউদ্দিনের বিচার সম্পর্কে তিনি বলেন, ‘এই ওসি সালাউদ্দিন এমপি-মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের মানতেন না। তার ১৭ বার মরণোত্তর বিচার হওয়া উচিত। আর বনানী থানার ওসি হয়ে গুলশান যাওয়ার কারণে আরো একবার বিচার হওয়া উচিত।’

এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গুলশানে জঙ্গি হামলার ঘটনায় ব্যর্থতার দায়ে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদকে তার পদ থেকে সরিয়ে দেয়া উচিত। কারণ তিনি নিজেকে অপদার্থ প্রমাণ করেছেন।

ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে র’ –এর সংখ্যা বেড়ে গেছে। দেশ থেকে র’ -কে  প্রত্যাহার করতে হবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার বাবার ভালো গুণটা গ্রহন করে অনতিবিলম্বে প্রকৃত জাতীয় ঐক্যের ডাক দিন। দয়া করে চাটুকারদের দ্বারা প্রভাবিত হবেন না।’

জেএসডির সভাপতি আ. স. ম আব্দুর রবের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহিদুল্লাহ কায়সার প্রমুখ।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...