টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি'র উনচিপ্রাং বিওপি'র একটি অভিযানিক দল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।এ সময় এক মাদক কারবারি'কে আটক করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি'র অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-১৭ হতে অনুমান ৫০০ গজ উত্তরে মেজরের ঘের নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পাচারে জড়িত একজনকে আটক করা হয়।তথ্য সুত্রে জানা যায়,ওইদিন রাত অনুমান সাড়ে ৩ টার দিকে উনচিপ্রাং বিওপির বিজিবি'র টহলদল ৫ জন ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখেন।তাদের গতিবিধি সন্দেহ প্রবন পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে,তারা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্য হতে একজনকে আটক করতে সক্ষম হয় এবং অপর চোরাকারবারীরা তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের আধারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।পরবর্তী আটককৃত চোরাকারবারীর নিকট এবং পালিয়ে যাওয়া চোরকারবারীদের ফেলে যাওয়া চারটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী হলো,টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চন পাড়া এলাকার নুর হোসেন'র ছেলে মোঃ ইরফান (২২)।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি'র অধিনায়ক লে:কর্ণেল মো: মহিউদ্দীন আহমেদ।