দকক্সবাজারের উখিয়া থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন, মো. তারেকুর রহমান ও জসিম উদ্দিন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসটি মামলা নং-১৩৭২/২০২২ শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা দেন। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভাকেট জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম।
মামলার নথির সুত্র ধরে জেলা নাজির বেদারুল আলম এই সংবাদ জানিয়েছেন।
তথ্য মতে, ২০২১ সালের ১৯ নভেম্বর উখিয়া কুতুপালং বাজারস্থ এমএসএফ হাসপাতালের পাশে কচুবনিয়া রাস্তার মাথা থেকে ৬০ হাজার ইয়াবাসহ মো. তারেকুর রহমান ও জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ (বিজিবি) উখিয়া থানায় মামলা করেন। যার থানা মামলা নং-৬৭/২১, জিআর মামলা নং-৯৬৯/২১। ২০২১ সালের ২৩ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দালিখ করেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (গ) ধারায় সাজা দেন বিচারক। সুত্র সিবিএন
পাঠকের মতামত