কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা পাচারের মামলায় ৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড এবং অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
দন্ডিত আসামীরা হলো : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের আলী আহমদের পুত্র ফরিদ আলম, একই উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিল গ্রামের আকবর হোসেনের পুত্র মোঃ জাফর আলম এবং টেকনাফের দমদমিয়া ২৭ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-বি এর মো: আলমের পুত্র পুরাতন রোহিঙ্গা মোঃ জুবায়ের।
বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, রায় ঘোষণার সময় আসামী ফরিদ আলম ও জাফর আলম আদালতে উপস্থিত ছিলেন এবং দন্ডিত অপর আসামী রোহিঙ্গা মোঃ জুবায়ের পলাতক রয়েছে। রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃ আহমেদ কবির এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট সাঈদ হোসাইন মামলাটি পরিচালনা করেন।
মামলার নথি থেকে জানা যায়, ' ২০২০ সালের ১ জুলাই রাতে ১২ টেকনাফের হ্নীলা জাদিমুড়া কক্সবাজার-টেকনাফ সড়কের পূর্ব পাশে ওমরখাল ব্রীজের উত্তর পাশে র্যােব-১৫ এর একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্তদের কাছ থেকে ৫০ হাজার পিচ ইয়াবা বড়ি জব্দ করে। পরে র্যারব-১৫ এর এসআই মীর মোহাম্মদ সেলিম বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পরে ২০২২ সালের ১৫ মার্চ আসামীদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে রোববার এ রায় ঘোষণা করা হয়। এ রায়ে তিনজন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।