প্রকাশিত: ১০/১০/২০১৬ ৯:৫৪ পিএম

আতিকুর রহমান মানিক::

জেলায় প্রধান প্রজনন মৌসূমে ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে সার্বিক প্রস্ততি সম্পন্ন করেছে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন। সরকারী নির্দেশনা অনুযায়ী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনব্যাgovপী জেলার সমুদ্র, নদ-নদী ও তৎসংলগ্ন উপকূলীয় জলাশয়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এ সময়ে ইলিশের মজুদ, পরিবহন, এবং খুচরা ও পাইকারী ক্রয়-বিক্রয়ও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসময় প্রয়োজনীয় মোবাইল কোর্ট পরিচালনার জন্য মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ ফোর্স সমন্বয়ে গঠিত টীম প্রস্তুত রয়েছে। এছাড়াও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মৎস্য অধিদপ্তরীয় ৮ জন কর্মকর্তাকে কক্সবাজারে সংযুক্ত করেছে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এরা বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করবেন। এসব তথ্য নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ডঃ মঈন উদ্দীন আহমদ জানান,  সরকার গৃহীত কর্মসূচী কক্সবাজারে বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি হিসাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আরো একাধিক মনিটরিং টীম কক্সবাজারে পৌঁছার অপেক্ষায় রয়েছেন। গত রবিবার থেকেই জেলা মৎস্য অধিদপ্তরের একাধিক টীম বাঁকখালী নদী মোহনা, নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল, মাঝিরঘাট ও কক্সবাজার মৎস্য অবতরনকেন্দ্রসহ বিভিন্ন পয়েন্টে সক্রিয় রয়েছেন। হাট-বাজার পরিদর্শন, বিভিন্ন ঘাটে নজরদারী, লিফলেট বিতরন, জনসমাগমস্হলে সচেতনতামূলক মাইকিং ও সার্বিক পরিস্হিতি পর্যবেক্ষনে নিয়োজিত রয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।  সোমবার বিকালে মাঝিরঘাট, ৬ নং ঘাট, ফিশারীঘাট ও নুনিয়াছড়া এলাকায় গিয়ে দেখা যায়, ইতিপূর্বে সাগরে যাওয়া ফিশিংবোটসমূহ বাঁকখালী নদীতে ফিরে আসছে ও সমুদ্রফেরৎ শত শত বোট নদীর বিভিন্ন পয়েন্টে নোঙ্গর করে আছে। জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোস্তাক আহমদ বলেন, ১২ তারিখের আগেই সমুদ্র থেকে ফিরে আসার জন্য সকল বোটের মাঝি-মাল্লাদের নির্দেশনা দেয়া হয়েছে। মৎস্য অধিদপ্তরীয় একাধিক টীম রবি ও সোমবার বাকখাঁলী নদী মোহনা, নাজিরারটেক, চৌফলদন্ডী ঘাট ও মহেশখালী চ্যানেলে মাইকিং করে জেলেদের সতর্ক করেছে। ১২ অক্টোবর (মঙ্গলবার) থেকে জেলার বিভিন্ন হাট-বাজারে পুরোদমে নজরদারী ও প্রয়োজনে  মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানা গেছে। দ্রুতগতিসম্পন্ন মৎস্য অধিদপ্তরীয় স্পীড বোটযোগে সাগরে টহল টীম সক্রিয় রয়েছে জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন বলেন, কোস্টগার্ড নুনিয়াছড়া ষ্টেশন সংলগ্ন বাঁকখালী নদী মোহনায় যৌথ চেকপোস্ট দায়িত্ব পালন করছে। ১২ অক্টোবর থেকে সমুদ্রফেরত ফিশিং বোট দেখা গেলে বোট জব্দ করে মালিক ও মাঝি-মাল্লাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে।

পাঠকের মতামত

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...

ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না :মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা মুসলিম, ...