প্রকাশিত: ০৩/০৮/২০১৬ ১:২২ পিএম

ডেস্ক রিপোর্ট ::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপথগামী তরুণরা ইসলামের নামে ঠাণ্ডা মাথায় খুন করে পৃথিবীতে বাস করা কঠিন করে তুলছে। তিনি বলেন, দুঃখ লাগে, কষ্ট লাগে যখন দেখি কিছু বিপথগামী তরুণ ঠাণ্ডা মাথায় নিরীহ মানুষ হত্যা করে। যারা নিরীহ মানুষ হত্যা করছে তারা ইসলামকে অন্যের কাছে হেয় করছে। অন্যের কাছে ইসলাম সম্পর্কে ভীতি সৃষ্টি করছে। রাজধানীর আশকোনায় আচ বুধবার আনুষ্ঠানিকভাবে হজ্ব ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্মটাকেই তারা কার স্বার্থে হেয় প্রতিপন্ন করছে? তিনি বলেন, যারা খুন-খারাবি করে, মানুষ হত্যা করে ধর্মকে হেয় করছে তাদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার হতে হবে। ঘরে-বাইরে, কর্মস্থলে সবাইকে সজাগ থাকতে হবে। জঙ্গিদের ঠাঁই বাংলাদেশে হবে না। হজ্ব যাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, হাজী সাহেবরা ভাল মতো হজ পালন করে আসেন, এটা চাই। সুস্থ থাকেন, ভাল থাকেন এটাই কামনা করি। দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হাত থেকে এদেশের মানুষ যেন মুক্তি পায়। সেজন্য দোয়া চাই। ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই। সহি-সালামতে আপনজনের কাছে ফিরে আসুন। এভাবেই হজ্ব যাত্রীদের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। – l

পাঠকের মতামত

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...