প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৯:৪৩ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও

এবার কোরবানী ঈদেও কক্সবাজার সদরের ইসলামপুরে বিভিন্ন স্থানে বিদেশী এনজির জঙ্গি অর্থায়নে মাংস বিতরণ করা হয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধির প্রত্যক্ষ সহযোগিতায় গরু জবাই এবং মাংস বিতরণ হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। কাউকে ছবি এবং ভিডিও ধারণ করতে দেয়নি গরু জবাই এবং বিতরণকাজে নিয়োজিত সচতুর কর্মীরা এমনটাই জানিয়েছে স্থানীয়রা। এতে রহস্য আরো ঘনিভূত হয়েছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেবাশীষ সরকার জানিয়েছেন এ সংক্রান্ত কোন তথ্য তাদের কাছে নেই। তবে বিষয়টির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২ ঘন্টাব্যাপী এ মাংস বিতরণ করা হয়। মূলত এ মাংস বিলি করা হচ্ছে স্থানীয় জনৈক জনপ্রতিনিধির মাধ্যমে। এলাকাবাসীর ধারণা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের অর্থায়নে স্থানীয় জনৈক এ জনপ্রতিনিধির মাধ্যমে ঈদের ৩য় দিন অন্ততঃ ১০ থেকে ১২টি গরু জবাই করে ইউনিয়নের বিভিন্ন স্থানে বিতরণ করে। সদরের আওতাধীন ইসলামপুর ইউনিয়নে ঈদের ৩য় দিন গরিব ও দুঃস্থ লোকজনের মধ্যে গরুর মাংস বিলি করা হয় রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের অর্থায়নে। স্থানীয়রা জানান, যেসব বিদেশী সংস্থা এ কাজ করে যাচ্ছে তাদের উপর কঠোর নজরদারী দেওয়া হোক এবং তাদের সাথে স্থানীয় কাদের যোগাযোগ আছে তা খতিয়ে দেখা হোক। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিংড়ি ঘের মালিক জানান, গত জুমাবার সকাল ১১টার দিকে ইসলামপুর কৈলাসের ঘোনা এলাকায় কয়েকটি চিংড়ি ঘেরের শ্রমিকদের টং বাসায় গিয়ে ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল আজিম, মধ্যম নাপিতখালীর মৃত আব্বাছ আহমদের পুত্র মৌলভী নজরুল ইসলাম, হাজী আবুল হাশেমের পুত্র মৌলানা মনছুরসহ আরো কয়েকজন এ মাংস বিতরণ করেছে। স্থানীয় এমইউপি নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে অবগত নন এবং কারা করেছে খোঁজ খবর নেওয়া হবে। ঐদিন অন্য একটি বিচার শালিসে ব্যস্থ ছিলাম। অভিযুক্ত নুরুল আজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি মাংস বিতরণের বিষয়টি অস্বীকার করেন। অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে তুরস্ক, ফ্রান্স, মায়ানমার, সৌদি আরবসহ বিদেশী বিভিন্ন এনজিও সংস্থা ইসলামপুরের বিভিন্ন স্থানে মাংস বিতরণ করে আসছিল। ইসলামপুরের একজন জনপ্রতিনিধি এ কার্যক্রমে জড়িত বলে একাধিক সূত্রে জানা গেছে। এক্ষেত্রে সরকারদলীয় নেতাকর্মীদেরও কৌশলে ব্যবহার করা হয় বলে জানা গেছে।

পাঠকের মতামত