‘সাংবাদিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত’
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন মজুমদার বলেছেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা ...
কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ মনোনীতপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম সড়ক দু্র্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১০ মে (মঙ্গলবার) রাত সাড়ে আটটার দিকে নাপিতখালী ঝনঝনিয়া ব্রীজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীপাড়ায় আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় তাকে বহনকারী মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয় শ্যামলীমা পরিবহনের একটি বাস। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন চেয়ারম্যান মনজুর। তখন স্হানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় তাঁর সারা শরীরে আঘাত ছাড়াও বুকের বামপার্শ্বের একটি হাড় ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পাঠকের মতামত