ফারইষ্ট ইসলামী লাইফের টেকনাফ জোনাল অফিসে ইসলামী ব্যংক টেকনাফ শাখা ব্যবস্থাপকদের বিদায়-বরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সকালে ফারইষ্ট ইসলামী লাইফের টেকনাফ জোনাল অফিস ইনচার্জ সাইফুল ইসলাম সাইফীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিদায়ী সংবর্ধিত অতিথি বাংলাদেশ ইসলামী ব্যাংক টেকনাফ শাখা ব্যস্থাপক মোহাম্মদ শাহাজাহান মনিরকে ফুল দিয়ে বিদায় ও উখিয়া কোটবাজার শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ নিজামুল হককে ফুল দিয়ে বরণ করা হয়। এসময় সাংবাদিক ছিদ্দিকুর রহমান, ফারইস্ট ইসলামী লাইফের টেকনাফ জোনাল অফিসে কর্মরত ডেস্ক ইনচার্জ মোহাম্মদ আলমগীর কুতুবী, সিনিয়র অফিসার জমির উদ্দীন ,সিনিয়র অফিসার ফজলুল কাদের, বিসি জহির আহমদ, ডেভএডমিন গিয়াস উদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিদায়-বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন- বিদায় অতিথি শাহাজাহান মনির একজন যোগ্য, একনিষ্ট ও আদর্শবান ম্যানেজার ছিলেন। যার ৫ বৎসরের সেবায় ইসলামী ব্যাংক টেকনাফ শাখা একদাপ এগিয়েছে। অত্যন্ত যোগ্যতার সহিত একটি গুরুত্বপূর্ন দায়িত্ব সততার সাথে পালন করে টেকনাফের সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। উল্লেখ্যঃ বাংলাদেশ ইসলামী ব্যাংক টেকনাফ শাখা ব্যস্থাপক মোহাম্মদ শাহাজাহান মনির দীর্ঘ ৫বৎসর দায়িত্ব পালন শেষে লোহাগাড়া শাখায় যোগদান ও উখিয়া কোটবাজার শাখার ব্যবস্থাপক মোঃ নিজামুল হক টেকনাফ শাখায় দায়িত্ব পালন করবেন। –
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। এবার ক্যাম্প-৪ ডাব্লিউতে পুড়ে গেছে তিনটি ...
পাঠকের মতামত