ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১০:১৪ এএম

দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলন করছেন ওলামা-মাশায়েখরা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে শুরু হয়েছে এই সম্মেলন।

সকাল নয়টায় শুরু হওয়ার কথা থাকলেও ফজরের পরপরই রাজধানী অভিমূখে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমান। সূর্য আলো ছড়ানোর আগেই ভরে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান। দেশের বিভিন্ন জেলা থেকেও এসেছেন মানুষজন। সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও মানুষের চাপে আলোচনা শুরু হয় ভোর ছয়টার পর থেকেই।

এর আগে দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহবানে আগামী ৫ নভেম্বর-২৪ সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দেশের বিশিষ্ট আলেম জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

আল্লামা উবায়দুল্লাহ ফারুক জানান, ‘আমরা শুনতে পাচ্ছি সরকার পতনের পর দেশের নানা এলাকায় মাদরাসা-মসজিদ নিয়ে নানা ঝামেলা চলছে। এছাড়া, তাবলীগ জামাত নিয়ে সাদপন্থীরা ঝামেলা করার পায়তারা করছে। সেজন্যই দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহবানে এ মহাম্মেলনের উদ্যোগ নেওয়া।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এছাড়াও গতকাল শীর্ষস্থানীয় উলামা মাশায়েখের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলনের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম স্বাক্ষরিত চিঠিতে এ অনুমতির কথা জানানো হয়েছে। তবে এতে জুড়ে দেওয়া হয়েছে ২৩টি শর্ত।

পাঠকের মতামত

রোহিঙ্গা আনাস ওয়ানএক্স’ বিট’র মাধ্যমে ধব্বংস করছে হাজারো জীবন

উখিয়া উপজেলার রোহিঙ্গা ক‌্যাম্পসহ সর্বত্র এক ভয়াবহ নেট ওয়ার্কের (অনলাইন জোয়া) ওয়ানএক্স বিটের ছায়াতলে হাজারও ...