নিউজ ডেস্ক::
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। ইসলামের জন্য সম্প্রতি বিনোদন জগত ছাড়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। ২০০১ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখা এই অভিনেত্রী বর্তমানে পরিবারের সঙ্গে দুবাইতে অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাথে কথা বলেছেন সুজানা। সেখানে তিনি জানান, ইসলামিক জীবনাদর্শের কারণে মূলত মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
হঠাৎ অভিনয়কে বিদায় জানানোর বিষয়ে সুজানা জাফর বলেন, ‘গত তিন বছর থেকে বুটিক ব্যবসা করে আসছি। ব্যবসা শুরুর সময়ে ঠিক করি ধীরে ধীরে মিডিয়া থেকে সরে আসব। এরপর ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ্ পালনের পর মিডিয়াতে কাজের মন আরও উঠে যায়।’ তিনি বলেন, ‘আমি ১৬ বছর মিডিয়াতে কাজ করেছি কিন্তু একটানা কাজ করিনি। বিরতি দিয়ে কাজ করেছি। কারণ যখন মানসম্মত কাজ পেয়েছি করেছি, অন্যথায় করিনি। আর এখন তো ব্যক্তিগত সম্পর্ক ধরে মানুষ কাজ করেন। আর ব্যক্তিগত সম্পর্ক না থাকলে কাজ করা কঠিন হয়ে গেছে। এ কারণে শোবিজ থেকে দূরে গিয়ে নিজের ব্যবসা নিয়ে ভাবছি।’
সুজানা আরও বলেন, ‘গেল তিন মাস কোরআন, হাদিস শিখেছি। ইসলামের আলোকে চলে মনে বেশ শান্তি পেয়েছি, যা আগে কখনই পাইনি।’ সুজানার বুটিকের ব্যবসা রয়েছে। তার বাইরেও আশ্রম ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি। করোনার শুরু থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতেও দেখা যায় এ অভিনেত্রীকে। ধর্মীয় পথে কাকে অনুসরণ করেন, এমন প্রশ্নের জবাবে সুজানা বলেন, ‘আমার অনেক ফ্যান আছে, তবে দেশের ভেতর আমি একজনকে ফলো করি। তিনি হলেন মিজানুর রহমান আজহারী। তার অনেক বড় ভক্ত আমি। আমি আজহারীর অনেক ওয়াজ শুনি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর দেশের বাইরে ডা. জাকির নায়েক ও মুফতি ইসমাইলের আলোচনা শুনি।’
পাঠকের মতামত