প্রকাশিত: ১৫/০৫/২০১৬ ১১:১৪ পিএম

নসরউখিয়া নিউজ ডটকম:::

আওয়ামী লীগ সরকার ইসলাম বান্ধব সরকার। আওয়ামী লীগের সময়কালে দেশে যে পরিমাণ ইসলামের উন্নতি হয়েছে, অন্য কোন সরকারের আমলে তা হয়নি। ইসলামের শিক্ষা প্রতিটি ঘরে পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘দারুল আরকাম প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাদানকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এসব কথা বলেন।

উখিয়া উপজেলার রাজাপালং পিনজিরকুর গ্রামে স্থাপিত ‘দারুল আরকাম প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধনী সভা ১৫ মে রবিবার সকালে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এই স্কুলের যাত্রাকালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক কবি আদিল চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।

স্কুলের জমি ও ভবন দাতা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্ব এবং ইফা’র ফিল্ড সুপার ভাইজার মোঃ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজাপালং ইউপি সদস্য নুরুল কবির, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কবির আহমদ বাবুল, ব্যাংক এশিয়ার কর্মকর্তা শফিউল আলম, ফিল্ড অফিসার ফজল করিম, উখিয়া তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, সুপার ভাইজার ছৈয়দ মুহাম্মদ কাশেম, মাস্টার ট্রেইনার আমান উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উখিয়া উপজেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা রফিক আহমদ হাশেমী।

পাঠকের মতামত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...

রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক

মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড। ওই ...

ব্র্যাক প্লিজ প্রকল্পের প্লাস্টিক আপসাইক্লিং মেলা

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করার উদ্যোগ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ...