উখিয়া নিউজ ডটকম:::
আওয়ামী লীগ সরকার ইসলাম বান্ধব সরকার। আওয়ামী লীগের সময়কালে দেশে যে পরিমাণ ইসলামের উন্নতি হয়েছে, অন্য কোন সরকারের আমলে তা হয়নি। ইসলামের শিক্ষা প্রতিটি ঘরে পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘দারুল আরকাম প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাদানকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এসব কথা বলেন।
উখিয়া উপজেলার রাজাপালং পিনজিরকুর গ্রামে স্থাপিত ‘দারুল আরকাম প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধনী সভা ১৫ মে রবিবার সকালে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এই স্কুলের যাত্রাকালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক কবি আদিল চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর।
স্কুলের জমি ও ভবন দাতা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্ব এবং ইফা’র ফিল্ড সুপার ভাইজার মোঃ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজাপালং ইউপি সদস্য নুরুল কবির, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কবির আহমদ বাবুল, ব্যাংক এশিয়ার কর্মকর্তা শফিউল আলম, ফিল্ড অফিসার ফজল করিম, উখিয়া তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, সুপার ভাইজার ছৈয়দ মুহাম্মদ কাশেম, মাস্টার ট্রেইনার আমান উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উখিয়া উপজেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি মাওলানা রফিক আহমদ হাশেমী।