aNs
ইসলামে স্বেচ্ছায় দেহ ব্যবসা করা পুরোপুরি হারাম। যেনার চেয়েও ভয়াবহ এই পেশাবৃত্তি। কেননা এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়। সমাজের পবিত্রতা বলতে কিছু থাকে না। যুবক-যুবতীরা সৎ চরিত্র হারায়। সমাজে ফাসাদ সৃষ্টি হয়। মহান আল্লাহ তায়ালা লূত আলাইহিস সালাম এর জাতিকে সমকামিতার জন্য চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। প্রমাণসাপেক্ষে দেহপসারিণীর বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে। তা হতে পারে পাথর মেরে মৃতদন্ড বাস্তবায়ন অথবা বেত্রাঘাত তবে শাস্তি বাস্তবায়ন করার ক্ষমতা কেবল রাষ্ট্রের এবং তা আদালতে দোষী সাব্যস্থ্য হওয়ার পর। যিনি স্বেচ্ছায় যেনা ব্যভিচারের এই পেশা গ্রহণ করবেন দুনিয়ায় তিনি তিনটি খেসারতের মুখোমুখি হবেন :
১. তার রিযিকের বরকত চলে যাবে।
২. সকল কল্যাণ থেকে বঞ্চিত হবেন।
৩. সকল মানুষ তাকে অপছন্দ করবেন।
আর আখিরাতে তিনি তিনটি খেসারতের মুখোমুখি হবেন :
১. আল্লাহ তায়ালার গজব।
২. কঠোর হিসাব।
৩. জাহান্নামের আগুন। ধন্যবাদ
পরামর্শ দিয়েছেন :
মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।