মোঃ আবছার কবির আকাশ::
রামু তুলাবাগান হাইওয়ে থানার পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবা সহ ২উপজাতি যুবককে আটক করেছে ।রোববার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতেরামু হাইওয়ে থানার সামনে একটি সিএনজিতে অভিযান চালিয়ে ২ পাচারকারী সহ এসব ইয়াবা আটক করা হয়। আটককৃতরা হলেন উখিয়ার মাদারবনিয়ার জমুতা চাকমার ছেলে তুমংলা চাকমা (২৭) ও উক্যাইতাই চাকমার ছেলে নিমংচন্দ্র চাকমা (২০)।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যটা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের সড়ক অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত