উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২২ ১০:০১ পিএম

ট্টগ্রামের পটিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেফতারের পর এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকা থেকে ওই ছাত্রলীগ নেতা ও তার এক বন্ধুকে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার দুজন হলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২২) ও তার বন্ধু আশরাফুল ইসলাম শাওন (২২)।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আলভী তার আরও তিন বন্ধু বা সহযোগীসহ ইয়াবা নিয়ে বিক্রির অপেক্ষায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যাবার পর তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে আলভী ও শাওনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পালিয়ে যাওয়া নাঈম ও ফাহিমের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এ ঘটনায় পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ পরিদর্শক রাশেদুল জানিয়েছেন।

এদিকে সন্ধ্যায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় আলভীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

পাঠকের মতামত

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ...

রামুতে শিক্ষা কার্যক্রম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের রামুতে আর্ন্তজাতিক দাতা সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্পের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও প্রকল্প সমন্বয়কারির ...

উখিয়ায় বনবিভাগের পাহাড় কেটে তৈরি করছে বসতভিটা

কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের ওয়ালাপালং বিটে রাজাপালং ইউনিয়নের উত্তরপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকায় বনবিভাগের সহযোগিতায় ...