চট্টগ্রাম: ২ হাজার পিস ইয়াবাসহ মো. তোফায়েল (২৪) প্রকাশ রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরের কোতোয়ালী থানার লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তোফায়েল কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।