উখিয়ায় উলামা সমাবেশে জেলা আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ...
চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার (০১ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা।
গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহারছড়া এলাকার আলী হোসেনের ছেলে মো. ফরিদ মিয়া (২২) ও একই এলাকার ফরিদ আহমদের ছেলে মো. আবদুল্লাহ (২০)।
তপন কান্তি শর্মা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ মো. ফরিদ মিয়া ও মো. আবদুল্লাহকে সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত