উখিয়ায় যুবদল নেতার মোটরসাইকেলে আগুন
কক্সবাজারের উখিয়ায় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণে বাঁধা দেওয়ায় মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছেন ...
খুলনায় ইয়াবা ও গুলিসহ পুলিশের এক সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশ সদস্য মো. মেহেদী হাসান ও কৃষ্ণনগর এলাকার বাসিন্দা মো. হুমায়ূন কবির।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে হুমায়ুন কবিরের বাসায় অভিযান চালায় র্যাব। তখন হুমায়ুন কবিরের বাসায় ছিলেন মেহেদী। এসময় মেহেদীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে হুমায়ুন কবিরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের এসআই বজলুর রশীদ লবনচরা থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।’
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মতামত