উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রামে ইয়াবাসহ নজরুল ইসলাম (৪৩) নামে বিজিবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘গ্রেফতার নজরুল কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ন-২ এ কর্মরত রয়েছেন। আমাদের কাছে গোপন তথ্য ছিল ইয়াবা নিয়ে বিজিবি সদস্য নজরুল কক্সবাজার থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। এ খবরের ভিত্তিতে শাহ আমানত সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।’