প্রকাশিত: ১৭/০৭/২০১৬ ৯:১৪ পিএম
উখিয়া নিউজ ডেস্ক::
yaba‘ব্যাপক অভিযান চালিয়েও মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা যাচ্ছে না। তাই আমরা এখন অভিযান চালানোর পাশাপাশি মাদকের ভোক্তা কমানোর ওপর বিশেষভাবে নজর দিয়েছি। সচেতনতা সৃষ্টিতে যা যা করতে হয় আমরা করে যাচ্ছি। একদিকে মাদক চোরাচালানিদের ধরতে অভিযান চলবে, অন্যদিকে মাদকাসক্তদের সংখ্যা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।’ মাদকের বিস্তার রোধে নতুন এই পরিকল্পনার কথা জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান। মাদকের মধ্যে ইয়াবাই এখন যুবসমাজকে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে জানান তিনি।
মো. ফজলুর রহমান জানান, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়ে মো. ফজলুর রহমান বলেন, ইয়াবা চোরাচালানকারী এবং এদের অর্থদাতাদের নতুন তালিকা করা হচ্ছে।’ তালিকা অনুযায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। যত বড় ক্ষমতাধর হোক না কেন মাদকের সাথে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী আইন সংশোধনের কয়েকটি সুপারিশ ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক। মাদক চোরাচালান রোধে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সাথে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে মো. ফজলুর রহমান বলেন, ‘আমাদের আন্তঃসম্পর্ক খুবই ভালো এবং আমরা অন্যান্য দফতরগুলো থেকে চাহিদা মোতাবেক সহযোগিতা পাই।

পাঠকের মতামত

সোশ্যাল ইসলামী ব্যাংকের দেড় কোটি টাকার কক্সবাজারে সম্মেলন পরিকল্পনা নাকচ কেন্দ্রীয় ব্যাংকের

টিবিএস:: চরম তারল্য সংকট সত্ত্বেও প্রায় দেড় কোটি টাকা খরচ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অ্যানুয়াল ...

সভাপতি- রশিদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

সেন্টমাটিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ...

আজহারীর পরবর্তী মাহফিল যে স্থানে

সিলেটে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।আগামীকাল বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল ...