নিউজ ডেস্ক - রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সদস্যরা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি পঁচিশ লাখ টাকা বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) র্যাব জানায়, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে- মোহাম্মদপুর নবীনগর হাউজিং প্রকল্প এলাকায় একটি চক্র মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এরপর র্যাবের দলটি হাউজিং প্রকল্পের ৬ নম্বর রোডের ২৭ নম্বর বাসার ২য় তলার পূর্ব পার্শ্বের রুমে অভিযান চালায়। এসময় মামুনুর রশিদ (৩৫) ও মিনারা বেগম (৩৫) নামে দুইজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ২৫ হাজার ইয়াবাসহ দুটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রিয় ত্রিশ হাজার পাঁচশ টাকা উদ্ধার করা হয়।
আটক মামুনুর রশিদ নোয়াখালীয় নিয়ামতপুরের মো. ফয়েজ আহমেদের ছেলে এবং মিনারা বেগম কক্সবাজারের টেকনাফের চৌধুরীপাড়ার মৃত ইসমাইলের মেয়ে।
র্যাব আরও জানায়, আটক মামুনুর পেশাদার মাদক ব্যবসায়ী। মোহাম্মদপুরে তার একটি চায়ের দোকান আছে। এর আগেও সে ইয়াবার চালান স্থানান্তর করেছে। এই চালানটির যার কাছে পাঠানোর কথা ছিল তার ঠিকানা মামুনুরের মোবাইলের এসএমএস-এর মধ্যে পাওয়া গেছে।