নিউজ ডেস্ক::
মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদ (২৮)-কে গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে অর্তকিতে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী রুয়েলসহ অন্যরা পালিয়ে যায়। হামলায় এক উপ-পরিদর্শকসহ চার পুলিশ আহত হন। পরে পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া আহত রুয়েল আহমদের হাসপাতালে মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বেরীরপার এলাকায় যমুনা পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম নজরুল ইসলাম বলেন, ‘শহরের ইয়াবা ব্যবসায়ী রুয়েল আহমদকে ধরতে গেলে সংঘবদ্ধ চক্র অতর্কিতে চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালিক ও পুলিশ সদস্য বজলুল করিম, সালাউদ্দিন ও ফখরুল ইসলাম। ঘটনাস্থল থেকে অপর একদল পুলিশ আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর থেকে আব্দুল মালিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিনও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইয়াবা ব্যবসায়ীরা চাপাতি দিয়ে এসআই মালেককে কুপিয়ে আহত করে। এসময় সঙ্গে থাকা অপর পুলিশ সদস্যরা আত্মরক্ষার জন্য গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।’
অকিল উদ্দিন আরও বলেন, ‘পরে পুলিশের এক অভিযানে আহত অবস্থায় গুলিবিদ্ধ রুয়েলকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে ওসি (তদন্ত) কেএম নজরুল ইসলাম জানিয়েছেন।
দেশে চালু শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর প্রায় সব সূচকে অবনতি ঘটেছে। আমানত ও তারল্য কমেছে আগের ...
পাঠকের মতামত