![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/2017/02/taslima-439x540-439x540.jpg)
শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর:
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুলের) চলমান এক এসএসসি পরীক্ষার্থীর আকষ্মিক মৃত্যু হয়েছে। পরীক্ষার্থী তসলিমা জান্নাত সৌহা (১৫) রামু রশিদ নগর পানিরছড়া গ্যারেজ এলাকার নুরুল ইসলামের কন্যা বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সুত্রে জানা যায়,সোমবার মাগরিবের নামাজের সময় হঠাৎ সৌমা অসুস্থ বোধ করলে পরিবারের সদস্য দ্রুত কক্সবজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিদ্যালয়ের ক্রীড়া সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী মৃত্যৃর বিষয়টি নিশ্চিত করেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী,প্রধান শিক্ষক এ.কে.এম আলমগীর,সহকারী প্রধান শিক্ষক আবুশামা,সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী,ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চ্যেধুরী রিকো,ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ ,ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষীকা,কর্মকর্তা/কর্মচারী,ছাত্র ছাত্রীবৃন্দ।উল্লেখ্য, সৌমা ইতিপুর্বে বাংলা ১ম পত্র ও বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়েছিল।
![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/add1.gif)
পাঠকের মতামত