প্রকাশিত: ০৭/০৯/২০১৬ ৯:৫০ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও::
কক্সবাজার সদরের ঈদগাঁও ও চৌফলদন্ডী সড়কে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামী ও ইয়াবা পাচারকারী সন্দেহে অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। ৭ সেপ্টেম্বর পৃথক সময়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ঈদগাঁও ভাদিতলা এলাকার নুর মোহাম্মদের পুত্র ২ বছরের সাজাপ্রাপ্ত রাসেল, অপরজন পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্ষ্যংদিয়ার নজিম উদ্দীনের পুত্র মোঃ জসিম উদ্দীন। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসাবে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে ২০০০ সালের সিআর ৩৫৯ নং মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রাসেলকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে এএসআই ইমাম হোসেন। অপর অভিযানে বুধবার বিকাল ৪টার দিকে চৌফলদন্ডী সড়কে রহিমা ব’র স্কুল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম উদ্দীন নামের এক টমটম চালককে আটক করা হয়। এসময় তার টমটম গাড়ীর পেছনের সিটে রক্ষিত ১৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত জসিম উদ্দীনের পরিবারের দাবী, সে ষড়যন্ত্রের শিকার। তার স্ত্রীর সাথে বেশ কয়েকদিন ধরে পারিবারিক সমস্যা চলে আসছিল। সে সূত্র ধরে তার সমন্ধি উক্ত টমটম গাড়ীতে ইয়াবা দিয়ে পুলিশকে খবর দেয়। ঐ দিন জসিম যাত্রী নিয়ে মোহনবিলার দিকে যাওয়ার পথে বর্ণিত স্থানে পৌছলে পুলিশদল তাকে সংকেত দেয়। তল্লাশী করে তার পেছনের সিট থেকে ১৩২ পিস ইয়াবা উদ্ধার হয় বলে জানান অপরাপর যাত্রীরা। তবে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসআই ফিরোজ আহমদ জানান শুধুমাত্র ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনা জসিমের এলাকাবাসীর কাছে চাউর হলে শত শত লোক পুলিশ তদন্ত কেন্দ্রে ভিড় জমায় এবং সে একজন নিরপরাধ ও অসহায় গরীব পরিবারের সন্তান হিসাবে দীর্ঘদিন যাবত টমটম চালিয়ে সাংসারিক জীবন চালিয়ে আসছিল। তাছাড়া ঘাতক মরণ নেশা ইয়াবার মত কোন খারাপ পেশা জড়িত ছিল না বলে এলাকাবাসী জানিয়েছে। তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক দেবাশীষ সরকার আটক ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত