বার্তা পরিবেশক
“আর্ত মানবতার কল্যাণে আমরা” শ্লোগানে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর একঝাঁক তরুণ সংবাদকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ঈদগাহ রিপোর্টাস সোসাইটি নামক একটি সংগঠন। অসহায়, দুঃস্থ, গরীব শিক্ষার্থীসহ বৃহত্তর ঈদগাহ্ এলাকার ঝঁরে পড়া ও বঞ্চিত শিশুদের কল্যাণে এবং অবহেলিত ঈদগাহ্কে উন্নয়নে দিকে এগিয়ে নেওয়ার মানসিকতা নিয়ে এ সংগঠনটির যাত্রা।এ উপলক্ষে ২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঈদগাঁও বাজারের এক অভিজাত হোটেলে দৈনিক দৈনন্দিনের সদর প্রতিনিধি এম. শফিউল আলম আজাদের সভাপতিত্বে দৈনিক আলোাকত উখিয়া প্রতিনিধি মিজবাহ্ উদ্দিনের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিটিএন প্রতিনিধি হাফেজ বজলুর। উপস্থিত সদস্যরা ঈদগাঁওর উন্নয়ন ও স্বচ্ছ সাংবাদিকতার উপর স্ব স্ব মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি এম. আবুহেনা সাগর, দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদ, সাউথ বাংলা নিউজের আশফাক উদ্দিনর আরফাত, দৈনিক আপণকন্ঠের প্রতিনিধি নেজাম উদ্দীন, দৈনিক কক্সবাজার বাণীর প্রতিনিধি মুফিজুল ইসলাম মুফি,দৈনিক রূপসীগ্রামের প্রতিনিধি ছরওয়ার সিফা,ঈদগাঁও নিউজের নুরুল আজিম প্রমুখ। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে রূপালী সৈকতের নিজস্ব প্রতিবেদক এম. আবুহেনা সাগরকে সভাপতি, সকালের কক্সবাজারের সদর প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদকে সাধারণ সম্পাদক ও সাউথ বাংলা নিউজের সম্পাদক আশফাক উদ্দীন আরফাতকে সাংগঠনিক সম্পাদক দৈনিক দৈনন্দিন প্রতিনিধি এম শফিউল আলম আজাদকে সম্মানিত সদস্য করে ১১ সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
পাঠকের মতামত