প্রকাশিত: ১৯/১১/২০১৬ ৭:০৭ এএম , আপডেট: ১৯/১১/২০১৬ ৭:০৯ এএম

unityসেলিম উদ্দিন, ঈদগাঁও ::

জেলার ঐতিহ্যবাহী ও স্বেচ্চাসেবী সংগঠন ইউনিটি উদ্যোগে বৃহত্তর ঈদগাঁওতে কর্মরত সাংবাদিকদের সাথে “ফিরে দেখা ও আগামীর কর্মপরিকল্পনা” শীর্ষক এক মত বিনিময় সভা বাজারের কবিরাজ মার্কেটস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে গতকাল ১৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ইউনিটির চেয়ারম্যান মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে ও শিক্ষা বিভাগের পরিচালক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলওয়াত করেন এইচ. এম. কাউছার মুন্না।

বক্তব্য রাখেন ইউনিটির সাহিত্য বিভাগের উপদেষ্টা হুমায়ুন ছিদ্দিকী, শিক্ষা বিভাগের উপদেষ্টা ও কক্সবাজার সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সোলতান আহমদ, গনমাধ্যম উপদেষ্টা সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংবাদিক এস. এম. তারিকুল হাসান তারেক, সাংবাদিক সেলিম উদ্দিন, আনোয়ার হোছাইন, মক্কা পোল্টি ফার্মের সত্বাধিকারী ও ইউনিটির আজীবন দাতা সদস্য আবু তৈয়ব চৌধুরী। ইউনিটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম,সাহাব উদ্দিন এমইউপি, মোঃ শাহাদত হোছাইন, মোঃ ইমরান, শহিদুল্লাহ, এইচ. এম. মুন্না, মোঃ শোয়াইব, তাফসীরুল ইসলাম, বোরহান উদ্দিন, মহি উদ্দিন, বেলাল উদ্দিন এবং ওকাব উদ্দিন। সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান সিরাজ, মিজানুর রহমান, নাছির উদ্দিন, শেফাইল উদ্দিন, শাহিদ মোস্তফা শাহিদ এবং আবু হেনা সাগর। সভায় বক্তারা সম্পূর্ণ স্বেচ্চাসেবী ও অরাজনৈতিক এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং সমাজ পরিবর্তনের স্বার্থে বৃহত্তর ঈদগাঁওতে এ ধরনের সংগঠনের প্রয়োজন রয়েছে বলে অভিমত প্রকাশ করেন। উল্লেখ্য, সংগঠণটি তার প্রতিষ্টালগ্ন থেকে অদ্যাবধি শীতবস্ত্র বিতরণ, মেধা বৃত্তি প্রদান, পাঠাভ্যাস কর্মসূচী, সে¦চ্চারক্তদান কর্মসূচীসহ বিভিন্ন ধরনের মানবকল্যাণ ও শিক্ষামূলক কর্মসূচী পালন করে আসছে।

পাঠকের মতামত