কামাল শিশির , ঈদগড়
কক্সবাজার রামুর ঈদগড় এখন দিন দিন উন্নত ও পরিবর্তন হচ্ছে । সরকারী - বেসরকারী টাকায় ও উনন্নয়নের কারণে বর্তমানে উন্নত হচ্ছে ঈদগড় । সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এলাকার সর্বত্রে পরিবর্তনের ছোয়াঁ লেগেছে । আর ছোয়াঁ লাগার পেছনে অগ্রণী ভূমিকা রাখছেন বর্তমান সরকার ও এলাকার চেয়ারম্যান । অন্যদিকে বিশ্বের প্রায় দেশেই রয়েছে এলাকার লোকজন । তৎমধ্যে সৌদি আরব ,ওমান,কানাডা ,আরব আমিরাত,গ্রীস,মালয়েশিয়া ,ভারত, আফ্রিকা , মরিচাশ,কুয়েত এ অবস্থান বেশি । তারাও এলাকায় নানা স্থাপনা গড়ে তুলছেন । ফলে একদিকে এলাকার মান বাড়ছে ,অপরদিকে এলাকার লোকজনের নানা রকম সুযোগ সুবিধাও বাড়ছে । উল্লেখ্য , এক সময় এলাকার লোকজন নৌকা নিয়ে নদী পথে, আর লক্কর -ঝক্কর চান্দেঁর গাড়ী নিয়ে চলাচল করত সড়ক পথে । পাশাপাশি বেশির ভাগ লোকজন বসবাস করত মাটির তৈরি গুদাম বাড়িতে । বর্তমানে বসবাস করছে নানা ডিজাইনের বিলাস বহুল বাড়ীতে । এছাড়া শিক্ষার হারও দিন দিন বেড়ে চলছে। স্কুল ,মাদ্রাসা , ইউপি ভবন ,মসজিদ ,মার্কেট , খেলার মাঠ তৈরি , আশ্রয়ন প্রকল্প ভবন , ব্রীজ, কালভার্ট , মক্তব , জেটি নির্মাণসহ এলাকায় আরো নানা যাবতীয় স্থাপনা এবং নানা ডিজাইনের বাড়ী নির্মাণ ও বিভিন্ন মডেলের গাড়ী ক্রয় করছে বর্তমানে ঈদগড়ে । এলাকার মান বৃদ্ধি করা এবং উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান এলাকায় উন্নয়ন চালিয়ে যাচ্ছে । দেশের সব জায়গায় ঈদগড়ের পরিবর্তনের সুনাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে । শুধু তা নয় ঈদগড় মডেল ইউনিয়নে রুপান্তরিত হচ্ছে । এ ব্যাপারে ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো জানান, ইতিমধ্যে সরকারী সহযোগীতায় এলাক ব্যাপক উন্নত হচ্ছে এবং সর্বত্রে পরিবর্তনের ছোয়াঁ লেগেছে । বিগত দিনের সেই ঈদগড় হচ্ছে আধুনিক ঈদগড় ।