একুশ পদক পেয়ে উচ্ছ্বসিত ফুটবলার উখিয়ার রিপা
নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ...
পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে নিজের জুতা হারালেন অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম ক্রিকেটার ওসমান খাজা।জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামে পুলিশ লাইনের দামপাড়া ঈদগাহ মাঠে নামাজ পড়তে যান বাংলাদেশি ক্রিকেটাররা।একই সঙ্গে ঈদের নামাজ পড়তে যান পাকিস্তানি বংশো্দ্ভূত অজি ব্যাটসম্যান উসমান খাজাও কিন্তু নামাজ শেষে দেখতে পান, নির্দিষ্ট স্থানে রাখা তার জুতা জুড়া লাপাত্তা। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিলেনি উমসান খাজার জুতা। বেচারা উমসাম খাজা! মন খারাপ নেয়েই নাকি ঈদগাহ ছাড়েন।
বলা হয়েছে, খাজার দামি জুতাজোড়া চুরি করে নিয়ে যায় কোনো ছিঁচকে চোর।
বিডি২৪লাইভ
পাঠকের মতামত