![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/FB_IMG_1739206432563.jpg)
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২টি অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে ১টি রত্নাপালং ইউনিয়নে ১টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এবিপি ব্রিকিসের মালিক আব্দুল গফুর ও গিয়াস উদ্দিন চৌধুরীকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার এইচকেবি ব্রিকস মালিক কে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া করা হয়৷
তিনি আরও বলেন, গত রবিবারও ২টি অবৈধ ইটভাটার মালিক কে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চললাম থাকবে৷
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান, উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া থানা পুলিশ ও আনসার সদস্য সহ প্রমুখ।
![](https://www.ukhiyanews.com/wp-content/uploads/add1.gif)
পাঠকের মতামত