কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ মীর কাশেম (২২) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইরানি পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্রসহ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতার মীর কাশেম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প- ৮ এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে৷
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল।
তিনি জানান, গোপন সংবাদে শুক্রবার দুপুরে ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ ওই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজের খোসা।
অধিনায়ক ইকবাল জানান, গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।