এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২০/১২/২০২৪ ৭:২৯ পিএম
774,465,0,0.6110526315789474,-1

উখিয়ার রাজাপালং রুহুল্লার ডেবা তাফসীরুল কোরআন মাহফিলে আসছেন মরহুম সিদ্দিক আহমদ আজাদের পুত্র, বর্তমান সময়ের আলোচিত বক্তা, শাহ্জাদা ফানাফিল্লাহ বিন আজাদ।

শুক্রবার(২৭ ডিসেম্বর) রুহুল্লারডেবা ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির প্রধান মোহাম্মদ হিজবুল্লাহ(হিমু)।

মাহফিলে সভাপতিত্ব করবেন, রাজাপালং এম.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উখিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান ও টেলিভিশনের ইসলামী আলোচক ড: মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রুহুল্লার ডেবা মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাওলানা জাফর আলম। এছাড়া দেশ বরেণ্য আলেমগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আয়োজক কমিটির প্রধান, মোহাম্মদ হিজবুল্লাহ(হিমু) বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও আমরা মাহফিলের আয়োজন করতে যাচ্ছি। এবারের প্রধান মুফাচ্ছির হিসেবে বর্তমান সময়ের আলোচিত বক্তা ফানাফিল্লাহ বিন আজাদ হুজুরকে দাওয়াত দিয়েছি। এছাড়া আরও দেশের খ্যাতিমান বক্তারা উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে মাহফিলে বয়ান শুনার আহবান জানান তিনি।

পাঠকের মতামত

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...