বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় উলামায়ে কিরামের ভূমিকা অগ্রগণ্য। কারণ উলামায়ে কিরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কিরামের প্রতিটি কথা, কাজ ও নির্দেশনা সকলের নিকট গ্রহণযোগ্য হয়। তাই উলামায়ে কিরামকে জ্ঞানে- গরিমায়, আমলে - আখলাকে সকলের নিকট অনুসরণীয় ও অনুকরণীয় হতে হবে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তরুণ প্রজন্মের স্বপ্নের আলোকে কাংখিত সেই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জনমত গঠনে কাজ চালিয়ে যেতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত উলামায়ে কিরামের উজ্জ্বল ভূমিকা জাতির কাছে সমাদৃত। তাই আগামী দিনে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠায় উলামায়ে কিরামকে এগিয়ে আসার আহ্বান জানান। ২৫ ডিসেম্বর বিকেলে উখিয়া উপজেলা রাজা পালং ইউনিয়ন শাখা আয়োজিত উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন উলামা সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা উলামা সভাপতি মাওলানা আব্দুল করিম, ইউনিয়ন নায়েবে আমীর নূরুল আবছার, সেক্রেটারি মুহাম্মদ ইউনূস, সহকারী সেক্রেটারি জহির আহমদ। বক্তব্য রাখেন আহমদ কবির সওদাগর, মাওলানা সেলিম উল্লাহ, মাওলানা মানাজের আহসান ও মাওলানা মুহাম্মদ হোসাইন প্রমুখ