আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উখিয়া উপজেলা প্রশাসন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করা বীরদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। বুধবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন, উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, উপজেলা কৃষি অধিদপ্তর, ১৪-এপিবিএন পুলিশ, ৮-এপিবিএন পুলিশ, উখিয়া উপজেলা বিএনপি, উখিয়া প্রেসক্লাব, আনসার সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং এনজিও সংস্থা শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, যুবদলের আহ্বায়ক এম সাইফুল সিকদার, কৃষক দলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হক রানা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনে নেতারা উপস্থিত ছিলেন।