উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১২/২০২৪ ৪:৪২ পিএম , আপডেট: ০৪/১২/২০২৪ ৪:৪৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আনিকা সুলতানা লিপি (১৮) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গললবার (৩ ডিসেম্বর ) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপি ওই গ্রামের মীর কাশেমের মেয়ে। তিনি উখিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘরে কেউ না থাকায় অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় লিপি। সন্ধ্যায় পরিবাররের সদস্যরা কাজ শেষে ঘরে ফিরলে লিপিকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

নিহত লিপির ফুফাতো ভাই বাবুল জানান, মঙ্গলবার দিনের কোনো এক সময় বাসায় কেউ না থাকায় অবস্থায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগায় লিপি। পরে সন্ধ্যায় পরিবারের সদস্যরা (ধানের) কাজ শেষ করে বাড়িতে এসে দেখে আনিকা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঘরের টিনের চাল কেটে তাকে ঝুঁলন্ত অবস্থা থেকে নিচে নামানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে লিপির ব্যবহৃত মোবাইল ফোন পুলিশকে সোপর্দ করি। তবে কি কারণে আমার মামাতো বোন আত্মহত্যা করেছে তা জানিনা।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়া

টেকনাফে বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য় ভূমিকা শীষক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের টেকনাফে “বনজ সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণে ধমীর্য়  ও সামাজিক নেতাদের ভূমিকায়” শীষর্ক সভা অনুষ্ঠিত ...

১ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে চলবে সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ফেব্রুয়ারিতে থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া নতুন ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ...

হাসপাতালের সেবা বন্ধ রেখে সেন্টমার্টিনে বনভোজন, ভোগান্তিতে রোগীরা!

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সেবা বন্ধ রেখে চিকিৎসকরা গেলেন পিকনিকে। হাসপাতালের চিকিৎসক কমকর্তা-কর্মচারীসহ ...

মাইক নিয়ে যে নির্দেশনা দিল ড. মিজানুর রহমান আজহারী

তাফসির মাহফিলের মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন। আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে ...