কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে আনিকা সুলতানা লিপি (১৮) নামের এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গললবার (৩ ডিসেম্বর ) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপি ওই গ্রামের মীর কাশেমের মেয়ে। তিনি উখিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘরে কেউ না থাকায় অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় লিপি। সন্ধ্যায় পরিবাররের সদস্যরা কাজ শেষে ঘরে ফিরলে লিপিকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।
নিহত লিপির ফুফাতো ভাই বাবুল জানান, মঙ্গলবার দিনের কোনো এক সময় বাসায় কেউ না থাকায় অবস্থায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগায় লিপি। পরে সন্ধ্যায় পরিবারের সদস্যরা (ধানের) কাজ শেষ করে বাড়িতে এসে দেখে আনিকা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ঘরের টিনের চাল কেটে তাকে ঝুঁলন্ত অবস্থা থেকে নিচে নামানো হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে লিপির ব্যবহৃত মোবাইল ফোন পুলিশকে সোপর্দ করি। তবে কি কারণে আমার মামাতো বোন আত্মহত্যা করেছে তা জানিনা।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি
পাঠকের মতামত