উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ১০:১০ পিএম

কক্সবাজারের উখিয়ায় কলেজছাত্রকে চুরির অপবাদে রড ও বিদ্যুতের তারে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব -১৫।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টায় কলাতলীস্থ মেরিন ড্রাইভ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৪ জন হলেন- উখিয়া জালিয়াপালং এলাকার ফজল কাদের (৩৮), মোহাম্মদ আব্দুল্লাহ (২২), আব্দুর রহমান (৩৮) ও আজিজুল হক (৫২)’।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গত ২৫ মার্চ রাতে উখিয়ার ডেইল পাড়া এলাকায় কক্সবাজার সিটি কলেজের ছাত্র রায়হান শরীফকে (১৯) একই এলাকার বাসিন্দা ফজল কাদের তার সুপারি বাগান হতে সুপরি চুরির অপবাদে দুই ঘণ্টা ধরে বিদ্যুতের তার, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে আহত করে।

এ ঘটনায় ২৭ মার্চ কলেজছাত্রের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। এ মামলায় প্রধান অভিযুক্ত ফজল কাদেরসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ফজল কাদের একজন তালিকাভুক্ত মাদক কারবারি বলে জানিয়েছেন র‌্যাব।

গ্রেফতার ৪ জনকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

বর্ষায় পাহাড়ি ঢলে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন বন্ধ হওয়ার শঙ্কা

পর্যটন জেলা কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেললাইন চালু হওয়ার আগেই একবার পাহাড়ি ঢলে বেঁকে গিয়েছিল। কিন্তু ...

ইউনিয়ন হাসপাতালের একটি লোভি চক্রের ষড়যন্ত্রের শিকার কক্সবাজারে হাসপাতাল তৈরীর কারিগর নুরুল হুদা

পর্যটন রাজধানী কক্সবাজারে যাদের মহৎ চিন্তার বাস্তবায়নে সমাজের উন্নয়ন হচ্ছে, মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসছে, যাদের ...

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি আলম, সাধাঃ সম্পাদক আনোয়ার নির্বাচিত

বেলাল আজাদ, কক্সবাজার: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে ...