নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/০৯/২০২৪ ১০:০৭ এএম

কক্সবাজারের ঐতিহ্যবাহি সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেমাস কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফেমাস সংসদের প্রতিষ্ঠাতা মাওলানা সোলতান আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ফেমাস সংসদের উপদেষ্ঠা শিল্পপতি আব্দুষ শুক্কুর, নুরুল আবছার, সাবেক কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির জুশান, মোহাম্মদ ইউনুস, মাওলানা মোহাম্মদ নুরুল আবছার ও নুরুল কবির মাহমুদ। প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল বলেন, আমরা মানুষ হিসেবে সমাজে দায়বদ্ধতা রয়েছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদ সেই দায়-বদ্ধতা থেকে সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরো ত্বরান্নিত করতে আগামী দুই বছরের জন্য নুরুল কবির মাহমুদকে সভাপতি, মোহাম্মদ নুরুল আলমকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউনুসকে অর্থ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এতে সকল সদস্যবৃন্দ ঐক্যবদ্ধভাবে আগামীতে দেশ গঠনে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পাঠকের মতামত

নাইক্ষংছড়িতে নাশকতার অভিযোগে মামলা,আটক -৩, এখনো ধরাছোঁয়ার বাইরে ৬৫ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা ...