উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য সহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে। আসামির মধ্যে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা রয়েছেন। তবে গ্রেফতাকৃতরা আদালত থেকে জামিন পেয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ হোসেন ও পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়ন ও জালিয়া পালং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৭ নেতাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল বাহার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ কায়ছার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারেক হোসেন মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা জমির আহমদ, যুবলীগ নেতা ইমাম হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর ছালাম মধু, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল্লাহ আল সায়মন।
পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধেই মামলা রয়েছে।
এদিকে গ্রেফতারকৃতরা গতকাল আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করেছেন বলে আইনজীবী সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত