উখিয়ায় মোহাম্মদ আরাফাত নামক এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া বৈশালী হ্যাচারী নামক একটি পরিত্যক্ত ভবনের পাশে তিনি মারা যান। নিহত যুবক একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত ইলিয়াসের পুত্র।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের এস আই দুর্জয় বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে খবর পেয়ে বৈশাখী হ্যাচারীর পরিত্যক্ত ভবনের পাশে রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় আরফাতকে পড়ে থাকতে দেখা যায় । তাকে বন্ধুরা শরীরের আঘাত ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে তিনি মৌখিক ভাবে আত্মীয়স্বজনকে জানান। হাসপাতালে নিতে বিলম্ব করায় প্রচুর রক্তক্ষরণ হয়ে অবশেষে সে ঘটনাস্হলে মারা যায়।
হ্যাচারীর মালিক হুমায়ুন কবির , সকাল ৯ টায় হ্যাচারির নিরাপত্তা কর্মী তাকে বিষয়টি অভিহিত করেন বলে জানান। তবে খবর শুনে তিনি ঘটনাস্থলে আসার আগেই যুবকটি মারা যায়।