উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৭/২০২৪ ১১:২৮ এএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলার পাহাড়ি দুর্গম এলাকায় একদল বুনো হাতির দেখা মিলেছে।

রোববার দিনের বেলায় হাতির পালটি দেখতে পায় স্থানীয়রা।

হাতির পাল দেখার সঙ্গে সঙ্গেই মো. আবছার নামের এক যুবক দ্রত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নেয়। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হলে ব্যাপক সাড়া দেন নেটিজেনরা।

খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ের কাছাকাছি চলে আসে হাতিগুলো। এ সময় বিভিন্ন আকারের হাতির সঙ্গে বাচ্চা হাতিও দেখা যায়।

স্থানীয়রা জানায়, এর আগে কয়েকবার এই হাতির পালটি দেখা গেছে। মাঝে মাঝে হাতির আনাগোনা লক্ষ্য করা যায়। ঘুরতে ঘুরতে দল বেঁধে তারা লোকালয়ের কাছে চলে আসে।

তবে সংশ্লিষ্ট বনকর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। হাতি কখনোই লোকালয়ে আসে না। উল্টো মানুষই হাতির আবাসস্থল দখল করে নিচ্ছে।

বন বিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বনবিভাগের কর্মীদের নিয়মিত টহল ও রক্ষণাবেক্ষণের কারণে বন্যপ্রাণীর জন্য প্রাকৃতিক পরিবেশ ও নিরাপদ আবাসস্থল তৈরি হচ্ছে। বনবিট কর্মকর্তাদের চেষ্টায় আবারও সবুজ হয়ে উঠছে উখিয়ার পাহাড়গুলো।

ভারী বৃষ্টিতে আবার সিলেটে বন্যার চোখ রাঙানিভারী বৃষ্টিতে আবার সিলেটে বন্যার চোখ রাঙানি
তিনি বলেন, হাতির জায়গায় হাতি আছে। মানুষই হাতির জায়গায় গিয়ে তাদের সঙ্গে একপ্রকার দ্বন্দ্ব সৃষ্টি করে।

২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের আবাসস্থল তৈরির কারণে বনায়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে বন্যপ্রাণীরাও তাদের আবাসস্থল হারায়। রোহিঙ্গারা আসার পর থেকে উল্লেখযোগ্য হারে হাতির আনাগোনা কমে এসেছিল উখিয়ায়।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...