সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ৩০/১০/২০২৪ ৭:২৯ এএম , আপডেট: ৩০/১০/২০২৪ ৭:৩৭ এএম

কক্সবাজারের উখিয়ায় নাশকতা, ভাঙচুর ও মালামাল লুটপাটের মামলায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল হক কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ( ২৮ অক্টোবর)) রাতে রাজা পালং ইউনিয়নের ফলিয়াপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন গ্রেপ্তার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, থানায় দায়েরকৃত নাশকতা, ভাঙচুর ও লুটপাট মামলার আসামি হিসেবে মৃত সিকান্দারের পুত্র আনিসুল হককে গ্রেফতার করা হয়।

স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসর হিসাবে আনিস পুরো এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে আসছিল। সাধারণ জনগণকে হুমকি-ধমকি থেকে শুরু করে সরকারি বনভূমি জবরদখলের অহরহ অভিযোগ তার বিরুদ্ধে।

এক সময় ছাত্রলীগের নেতা ছিল তিনি। এরপর জেলা মৎস লীগের সহ-সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির পদ ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগের ক্ষমতা কালে দীর্ঘ সময় নানা অপরাধ সহ জবরদস্তি মূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের সহ গ্রেফতার হন তিনি।

গুরুতর অভিযোগ রয়েছে, জুলাই আগস্ট মাসে ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনে ফ্যাসিসবাদের ক্ষমতার পট পরিবর্তন হবার পর আনিস খোলাস পরিবর্তন করে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে শুরু করে। সাংবাদিক পরিচয় দিয়ে তিনি বন বিভাগের জায়গায় বসবাসরত নিরহ লোকদের উচ্ছেদের হুমকি দিয়ে মোট অংকের টাকা আদায়, সরকারি দপ্তরে ফিল্মী স্টাইলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের কে পত্রিকার সংবাদ প্রকাশ করবে মর্মে ভয়ভীতি প্রদর্শন আসছিল প্রতিনিয়ত।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে আনিস উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে গিয়ে নানা সুযোগ-সুবিধা আদায় করত।

এদিকে পুলিশের হাতে আনিস আটক হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে ও ভুক্তভোগী মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস আসে। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

উখিয়া থানার সাব ইন্সপেক্টর এসআই হান্নান জানান, গ্রেফতারকৃত আনিস কে মঙ্গলবার (২৯ অক্টোম্বর) কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী হচ্ছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের আব্দুল হাকিম।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ৩ সদস্যের একটি বিশেষ প্রতিনিধিদল। প্রতিনিধি ...

আবারও মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। সোমবার ...

চালকের চোখে ঘুম, কক্সবাজারে যাওয়ার পথে নিহত মাইক্রোবাসের যাত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে ...