কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।এসময় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় আরও ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
আজ সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন-উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এবং থানা পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উখিয়ায় কুতুপালং বাজারে অভিযান চালানো হয়।এই সময় মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্যের জন্য পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষকে পাঁচটি মামলায় ১৭হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় আরও ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।পর্যায়ক্রমে সব বাজারে অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। অক্টোবরে মালয়েশিয়ায় যাওয়ার পর আজ বৃহস্পতিবার ...
পাঠকের মতামত