ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ১০:৫৩ এএম

কক্সবাজারের উখিয়ায় স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন প্রত্যাশী কর্তৃক পরিচালিত প্রত্যাশী ইনস্টিটিউট অব টেকনোলজি (পিআইটি) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (১৮ মে) উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুরেটরি অথরটির (এম-আর-এ) এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন প্রত্যাশীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, উপদেষ্টা প্রফেসর ড: রাশিদা খানম, উপ-নির্বাহী পরিচালক সৈয়দ শহীদ উদ্দীন,পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) মো: নাছিম হায়দার , পরিচালক (প্রোগ্রাম) আব্দুস সামাদ,সহকারি পরিচালক (ফাইন্যান্স) মো: শফিউল বশর,সহকারী পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) ডিপলো বড়ুয়া, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ সেলিম,সহকারী পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) মাজিদুল ইসলাম ।
এ ছাড়াও কক্সবাজার রিজওনাল অফিসের প্রোগ্রাম ম্যানেজার আহমেদ তাসনিম আলম, মিল ম্যানেজার এস এম মাসুম খান,মিল ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক, কমিউনিকেশন ও লিয়াজো অফিসার মোঃ ইকবাল উদ্দিন, (পিআইটি) এর প্রিন্সিপাল মোঃ আরিফ হোসেন চৌধুরী এবং প্রত্যাশী প্রোগ্রাম ও মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুরেটর অথরটির এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ্ বলেন, উক্ত প্রতিষ্ঠানটি উদ্বোধনের ফলে এদত অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি শিক্ষা অর্জন সহজতর হবে যার ফলে দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে দেশের আত্মসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।পাশাপাশি নিজেদের ভাগ্য উন্নয়নে নানামুখী সুযোগ সৃষ্টি হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা করে এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করায় প্রত্যাশীর সাথে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাঠকের মতামত

পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও ...

পারকি সৈকতে ধরা ২৫ ভাসানচর থেকে পালাচ্ছেন রোহিঙ্গারা!

নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবির থেকে কৌশলে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন! প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, আত্মীয়-স্বজনের কাছে যাওয়ার বাহানা, ...

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কক্সবাজারে সংবাদ সম্মেলন

জুলাই অভ্যুত্থানের শহিদদের নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কটাক্ষ ও ব্যাঙ্গাত্মক কন্টেন্ট বানিয়ে অপপ্রচার ...