উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১০/১১/২০২৪ ১০:১১ এএম , আপডেট: ১০/১১/২০২৪ ১০:১৪ এএম

উখিয়া উপজেলা বিএনপি একটি বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করে দলীয় নেতাকর্মীদের উপজেলার গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অবস্থান করার আহ্বান জানিয়েছে।

এরই সূত্র ধরে উখিয়া ষ্টেশন একরাম মার্কেট চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অবস্থান কর্মসূচি ও মিছিল করতে দেখা গেছে ।।

উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফ্যাসিবাদী খুনি হাসিনার বিগত সময়ের নির্যাতন, লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে জনমত তৈরি ও ঐক্যবদ্ধ আন্দোলন নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ কর্মসূচিতে বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছিল।

উল্লেখ্য, দলীয় নির্দেশনা অনুযায়ী, উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনে এই কর্মসূচির আওতায় জনসাধারণের মাঝে প্রচারণা চালানোর পাশাপাশি বিএনপির শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীরা ও উখিয়া উপজেলার বিভিন্ন মোড় এবং স্টেশন চত্বরে দলীয় নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গিয়েছে।

পাঠকের মতামত

তিন ব্যবসায়ীকে অর্থদন্ড উখিয়ায় খোলাবাজারে টিসিবি পণ্য জব্দ করলেন ইউএনও

কক্সবাজারের উখিয়ায় খোলাবাজারে অবৈধভাবে বিক্রি করা টিসিবি পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার ...

‘সৈকত ও ‘প্রবাল এক্সপ্রেস’ নামে আরও এক জোড়া ট্রেন পাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা

কক্সবাজার-চট্টগ্রাম রুটের যাত্রীরা পাচ্ছেন আরও এক জোড়া ট্রেন। পাশাপাশি স্থায়ী করা হচ্ছে বর্তমানে চলাচলরত বিশেষ ...