রতন কান্তি দে,উখিয়া::
জীবন মানউন্নয়নে পরিবর্তনের ছোঁয়া লাগলো উখিয়ার হতদরিদ্র প্রায় পনেরশটি পরিবারে। দারিদ্রতাকে জয় করে আত্মনির্ভরশীল হয়ে উঠে উক্ত দরিদ্র পরিবারগুলোর বঞ্চিত অসহায় অবলা নারীরা। গ্র্যাজুয়েশন মেলায় তাদের বক্তব্যে উঠে আসে দারিদ্রতার সাথে লড়াই করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মহিলাদের গল্পগুলো।
দেশ ও সমাজকে এগিয়ে নিতে এবং আত্মকর্ম নির্ভরশীল মহিলাদের উৎসাহ ও প্রেরণা যোগাতে সেবামূলক সহায়তা প্রদানকারী এবং প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সংস্থা বিজিএস ও ওয়ার্ল্ড ভিশন দিনব্যাপী গ্রাজুয়েশন মেলার আয়োজন করে।
কক্সবাজারের উখিয়ায় জেন্ডার ইন ইনক্লুসিভ পাথওয়েজ আউট অব পোভার্টি ফর ভালনার্যাবল হাউসহোল্ড ( জিপপ) কর্মসূচীর উদ্যোগে দারিদ্র মুক্তির উক্ত গ্র্যাজুয়েশন মেলার সমাপনী অনুষ্ঠান গত(৮জুন) বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা – জার্মান সম্প্রীতি ( বিজিএস) ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নের উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
উখিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাসিম আহমেদ।
বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রেসপন্স দিরেক্টর ডাক্তার ফ্রেডরিক ক্রিষ্টোফার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জিপপ কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র পরিবার সমূহ স্বাবলম্বী হয়ে আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরা আত্মনির্ভরশীল হওয়ায় তাদের পরিবার সমৃদ্ধি হবে। এজন্য বিজিএস কে ধন্যবাদ জানান।
একইদিন বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী ,উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , উখিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম আনোয়ার, বিজিএস ( জিপপ) প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মিলন চৌধুরী ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আলীপ্রমূখ ।
বিজিএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মিলন চৌধুরী জানান কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র ১৪৪০ পরিবারের শিশুসহ মোট ৭৯৩৫ জন জনগোষ্ঠীকে দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি । তিনি আরও বলেন উন্নত জাতের গবাদি পশু প্রাণী পালন , মৎস্য চাষ, বসত বাড়ির আঙ্গিনায় শাক সবজি উৎপাদন, সমবায় গঠনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দারিদ্র্য বিমোচনে প্রযুক্তিগত কৌশলসমূহ প্রশিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করা হয়।
উল্লখ্য জিপপ প্রকল্পটি ২০১৮ সালে হয়ে ২০২৪ সাল পর্যন্ত চলমান রয়েছে।
উক্ত দারিদ্র মুক্তি গ্যাজুয়েশন মেলায় ২০ টি স্টলের মাধ্যমে স্বাবলম্বী নারীদের উৎপাদিত বিভিন্ন জাতের পণ্য প্রদর্শন করা হয়।মেলায় চলা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পাঠকের মতামত