কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার থেকে বিপুল পরিমাণ ঔষুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
উখিয়া ড্রাগ এন্ড কেমিস্ট সমিতি ও ফার্মাসিস্টদের সংগঠন ফারিয়া’র অভিযোগের ভিত্তিতে সোমবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে কোর্টবাজার দক্ষিণ স্টেশনে এসব ওষুধ জব্দ করে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ বলেন,” আমরা কোর্টবাজার স্টেশন থেকে ঔষুধ জব্দ করে নিয়ে আসি। ড্রাগ সুপার সহ ওষুধের গুনগতমান পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
উখিয়া ফারিয়া’র কর্মকর্তারা বলেন,” রোহিঙ্গা আসার পর থেকে চট্টগ্রামের একটি ফার্মেসী থেকে নিয়মনীতি উপেক্ষা করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ফার্মেসীতে মেডিসিন সরবরাহ করে আসছে। অথচ এখানে দিনরাত ফার্মাসিস্টের কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এমন কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।