উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৭/২০২৩ ৮:২১ পিএম

কক্সবাজারের উখিয়া থেকে ২৫০ পিস রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ। শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় এলাকায় এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ব্যক্তি উল্টো দিকে হাঁটা শুরু করলে পুলিশ ওই ব্যক্তিকে দাঁড়াতে বললে তিনি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে পাহাড়ের ভেতরে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করলে ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় দেড়শ রাউন্ড রাইফেলের গুলি এবং ১শ রাউন্ড পিস্তলের গুলিসহ মোট ২শ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাইফুল আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির বুলেটপ্রুফ গাড়িতে টহল

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে মরিয়া হয়ে সক্রিয় থাকা রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে আর চোরাচালান বন্ধে ...

কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই প্রতারণার মাধ্যমে বিয়ের পিড়িতে চকরিয়া নুর!

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া পরবর্তীতে কানাডায় বসবাসরত নুর বেগম নামের এক মহিলাকে বিয়ের ...